২ আর্মড পুলিশের অভিযানে টাঙ্গাইলে আইডিসহ জুয়ারি গ্রেফতার

২ আর্মড পুলিশের অভিযানে টাঙ্গাইলে আইডিসহ জুয়ারি গ্রেফতার

এস এম রমজান আলী, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলে অভিযান চালিয়ে 1xbet অনলাইন জুয়া আইডি সহ মোঃ মনির হোসেন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে ২ আর্মড পুলিশ।

গতকাল সন্ধ্যার ৭ টার দিকে সখিপুর উপজেলার দেবরাজ বাজারে অভিযান পরিচালনা করে চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনির হোসেন (২৯), তিনি সখিপুর থানার দেবরাজ গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে।

২ আর্মড পুলিশ জানায়, বাংলাদেশ পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খানের দিক নির্দেশনায় এসআই সৈয়দ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে দেবরাজ বাজারে জনৈক আশিকুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে তল্লাশি চালিয়ে একটি মোবাইল ও দুইটি সিম এবং ১এক্সবেট আইডিসহ তার একাউন্টে থাকা সাড়ে ছাপান্ন হাজার টাকা উদ্ধার করা হয়।

বাংলাদেশ পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি বলেন, দীর্ঘদিন যাবৎ সে নিজে অনলাইনের মাধ্যমে জুয়া খেলে এবং অনলাইন জুয়ার ডিলার হিসেবে খেলা পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সখিপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনসহ জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *