সাতকানিয়ায় সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান-সহ ১২জনের বিরুদ্ধে মামলা

সাতকানিয়ায় সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান-সহ ১২জনের বিরুদ্ধে মামলা

রিপোর্ট -মিনহাজ উদ্দিন বাঙালী
সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমানের বিরুদ্ধে সাতকানিয়া থানায় নাশকতার মামলা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক রাশেদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলাটি করেন। মামলায় আসামি করা হয়েছে আরও ১১ জনকে।
মামলার অন্যান্য আসামিরা হলেন— সোনাকানিয়ার আনিসুর রহমান আনাছ, পুরানগড়ের মো. ঈসমাইল বুল্লু, সাতকানিয়া সদরের মুহাম্মদ নেজাম, কেওচিয়ার নুরুল হক, মির্জারখীলের গোলাম রসুল মোস্তাক, ঢেমশার আব্দুর রহিম, এওচিয়ার পান নাজিম, ছদাহার সোহেল, ঢেমশার কামাল, ফয়েজ।
মামলায় তাদের বিরুদ্ধে ককটেল জাতীয় বোমা নিজের হেফাজতে রাখিয়া বিস্ফোরণ করে যানবাহন ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
এদিকে মামলার বিষয়ে সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত বলেন,মুজিব চেয়ারম্যানসহ ১২জনের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে-সবাই আমাদের নজরদারীতে আছে আমাদের টীম যে কোন মুহূর্তে তাদের গ্রেফতার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *