সড়ক ঘেঁষে পাসপোর্ট অফিসের সীমানা প্রাচীর নির্মাণ অপসারণের দাবিতে জয়পুুরহাটে মানববন্ধন

সড়ক ঘেঁষে পাসপোর্ট অফিসের সীমানা প্রাচীর নির্মাণ অপসারণের দাবিতে জয়পুুরহাটে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:- রফিকুল ইসলাম

জয়পুরহাট পৌর শহরের জনগুরুত্বপূর্ণ পাঁচুর চক সড়কে জায়গা না ছেড়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সীমানা প্রাচীর নির্মাণ করার প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন। শুক্রবার বিকালে নির্মাণাধীন পাসপোর্ট অফিসের সামনে পাঁচুর চক সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় বৃহত্তর পাঁচুর চক ও সবুজ নগর এলাকাবাসী, সবুজনগর কমিউনিটি ক্লাব,পাঁচুর চক রূপালী সংঘ ও গ্রীন এন্ড ক্লীন নামের সামাজিক সংগঠনের ব্যানারে।

মানববন্ধন চলাকালে বক্তাগণ বলেন,‘শত বছরের পুরাতন এই পাঁচুর চক সড়কের দুই পাশে নানা ধরণের ভবন নির্মাণের কাজ চলছে। যেগুলি যথাযথভাবে আইন মেনেই নির্মাণ করা হচ্ছে।

কোথাও আইনের ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ করা হয়নি। কিন্তু নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ করা হচ্ছে একদম সড়ক ঘেঁষে। এক ফুট জায়গা না ছেড়ে নির্মাণ করা হচ্ছে এর সীমানা প্রাচীর। এতে সড়কটিতে চলাচলে চরম প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। জনস্বার্থে অবিলম্বে সীমানা প্রাচীর অপসারণের দাবি জানানো হয় ওই মানববন্ধন থেকে। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীদের কাছ থেকে গণস্বাক্ষর ও সংগ্রহ করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি জয়পুরহাট জেলা কমিটির সদস্য কমরেড এম এ রশিদ, গ্রীন এন্ড ক্লীন এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাশেদুজ্জামান,সাধারণ সম্পাদ এসএম আসিফ শাহরিয়ার,রূপালী সংঘের আহবায়ক ইঞ্জিনিয়ার শাহজালাল রাসেলসহ আরো অনেকেই।

উল্লেখ্য এর আগে একটি ফেইসবুক লাইফে দেখা যায় ওই এলাকার সর্বস্তরের এলাকাবাসীদের সাথে নিয়ে নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ চত্বরে সঠিক দাবী আদায়ে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন,বঙ্গবন্ধু কৃষি ডিপ্লোমা বিদ(জেডিসি) জয়পুুরহাট জেলা শাখার আহ্বায়ক,জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাংবাদিক মো.রফিকুল ইসলাম নয়ন। এরপর থেকেই সঠিক দাবী তুলে বিভিন্ন সংগঠন মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *