
শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা শাখার পরিবহণ সেক্টরে উদ্যেগে শ্রমিক সমাবেশে অনুষ্ঠিত।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা শাখার আওতাধীন পরিবহণ সেক্টরের (পিক আপ) উদ্যেগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯এপ্রিল শনিবার সাতকানিয়া কেরানি হাটে অবস্থিত সি ওয়াল্ড রিসোর্ট রেস্টুরেন্টে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি ডাক্তার ইউনুসের সভাপতিত্বে,পরিবহণ সেক্টর (পিক আপ) শাখার সভাপতি মোহাম্মদ আনিছুর রহমান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা শাখার অর্থ সম্পাদক ইলিয়াছ এর সঞ্চালনায় ও পিক আপ সেক্টরের সদস্য মোহাম্মদ রাজিমের কোর আন তেলাওয়াতের মাধ্যমে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি মুহাম্মদ লুৎফুর রহমান,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা কামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা শাখার উপদেষ্টা মুহাম্মদ তারেক হোসাইন,দোহাজারি হাইওয়ে থানার অফিসার ইঞ্চার্জ শুভ রঞ্জন চাকমা,বাংলাদেশ জামায়াত ইসলামী সাতকানিয়া উপজেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।