শিক্ষার্থীদের বাদ দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়: উপজেলা চেয়ারম্যান বাবুল

শিক্ষার্থীদের বাদ দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়: উপজেলা চেয়ারম্যান বাবুল

জমির উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

ডিজিটাল বাংলাদেশ গড়তে বর্তমান সরকার সব সেক্টরের কার্যক্রম কম্পিউটারাইজড করছে। সে লক্ষ্যকে সামনে রেখেই মেধাবী শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে ল্যাপটপের ছোট সংস্করণ ট্যাব। শিক্ষার্থীদের বাদ দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়া মোটই সম্ভব নয়। তাছাড়া আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তারাই দেশের চালিকা শক্তি।

বৃহস্পতিবার ২৭ এপ্রিল সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ`র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, লোহাগাড়া উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এয়াকুব, মাইজবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা পরিসংখ্যান তদন্তকারী জুয়েল চন্দ্র দেব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরুপ ট্যাব পেয়ে অনেক খুশী শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবক-অভিভাবিকাবৃন্দরা।

উল্লেখ্যঃ এই সময় লোহাগাড়া উপজেলায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বাস্তবায়নাধীন জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের অতিরিক্ত ৫০০ ট্যাবলেট প্রধানমন্ত্রীর উপহার হিসেবে লোহাগাড়ায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৯ম ও ১০ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *