
লোহাগাড়ার ছেলে অপহরণের ৯ দিন পর কক্সবাজার থেকে উদ্ধার
আবুল কালাম আজাদ (লোহাগাড়া) চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ড বাঁশখালীয়া পাড়া থেকে সু-কৌশলে অপহরণ করে নিয়ে যাওয়া সাঈদ কে কক্সবাজার জেলার লিংক রোড থেকে ২৯ তারিখ রাত সাড়ে ৩ টায় লোহাগাড়া থানা ও কক্সবাজার সদর থানার যৌথ অভিযানে কক্সবাজার জেলার লিংক রোড এলাকা থেকে উদ্ধার করা হয় এই সময় অপহরণ করী রিদোয়ানকে আটক করা হয়।
আটক রিদোয়ানের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় অবস্থিত বালু খালি রোহিঙ্গা ক্যাম্প ১৮ ব্লক কে/৯ এর আহমদ হোসেনের ছেলে।
সাঈদের বাবা দেলোয়ার হোসেন জানান, কৃষি কাজের জন্য দৈনিক মজুরের ভিত্তিতে আমাদের বাড়িতে রিদওয়ান কাজ করে,কাজের সুবাদে তার সাথে একটা সম্পর্ক গড়ে উঠে সেই সুবাদ বাড়ির পাশে একটি রুমে থাকে আমরা থাকতে দি কিন্তু গত ২১ ডিসেম্বর রিদোওয়ান আমার ছেলেকে নিয়ে পাশের দোকানে চা খাওয়ার জন্য বলে নিয়ে যায়,ঘন্টা পার হলেও ছেলেকে নিয়ে ফিরে না আসাতে আমরা তাকে ফোন করি সে বলে আমরা আমিরাবাদ এসেছি কিছুক্ষণের মধ্যে চলে আসব তারপরও তারা না আসলে আমরা তাকে না পায় অবশেষে ২৯ ডিসেম্বর লোহাগাড়া থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে
লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, দেলোয়ার হোসেন তার ছেলেকে উদ্ধার করার জন্য থানায় মামলা দায়ের করলে আমরা রিদওয়ান কে খোঁজার জন্য তৎপর হয়ে পড়ি এবং জানতে পারি রিদওয়ান কক্সবাজার জেলার লিংকরোড এলাকায় অবস্থান করতেছে আমাদের পুলিশের একটি টিম ও কক্সবাজার সদর থান সহযোগিতায় যৌথভাবে অভিযান চালিয়ে ২৯ ডিসেম্বর রাত সাড়ে ৩ টা ৩০ ঘটিকার সময় সাঈদ কে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই।
২৯ ডিসেম্বর-২৪ সকালে রিদোওয়ানকে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত ২০২০) এর ৭/৩০ এর ধারায় আদালতে সোপর্দ করি।