লোহাগাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস-২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আবুল কালাম আজাদ(লোহাগাড়া) চট্টগ্রাম।
বিনিয়োগের অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার এই প্রতিপদ্যকে সামনে রেখে সারা বাংলাদেশর ন্যায় লোহাগাড়ায় পালিত হল জাতীয় কন্যাশিশু দিবস-২৩ উপলক্ষে আলোচনা সভা,
লোহাগাড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ১ই অক্টোবর সকাল ১১ টায় লোহাগাড়া উপজেলা হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের সিএস দিদারুল আলমের সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়,উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম,জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী অফিসার রাশেদুল ইসলাম, উপজেলা বিআরডিবির প্রকল্প কর্মকর্তা কান্নিজ ফাতেমা,পল্লী উন্নয়ন অফিসার জালাল উদ্দীন সহ লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত কন্যাশিশুরা।
আলোচনা সভায় বক্তারা বলেন,বিনিয়োগের অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার, বাংলাদেশ সরকার কন্যাশিশুদের স্বাবলম্বী করার জন্য কাজ করে যাচ্ছে, কন্যাশিশুদের মৌলিক অধিকার নিশ্চিত তাদেরকে দেশের চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে কারণ একসময় কন্যাশিশুরা সমাজে অবহেলিত ছিল তাদেরকে অবমূল্যায়ন করাহত পারিবারিক জীবনে পুরুষ শিশুদের অগ্রাধিকার ছিল কন্যাশিশুদের তুলনায় অনেক বেশি তাই কন্যাশিশুদের অধিকার সরকারি- বেসরকারি সমাজ ও পারিবারে নিশ্চিত করা আমাদের মৌলিক দায়িত্ব, বক্তারা আরো বলেন বর্তমানে কন্যাশিশুরা রাস্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সহিত পালন করে যাচ্ছে, দেশের বিভিন্ন প্রান্তে পুরুষ উদ্যোক্তার পাশাপাশি মহিলা উদ্যোক্তা কাছ করে যাচ্ছে তাই তাদের অবমূল্যায়ন না করে যাথাযথ অধিকার প্রদান করা পুরুষদের নৈতিক দায়িত্ব।