লোহাগাড়ায় গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা নিশ্চিতে ‘মা সমাবেশ

লোহাগাড়ায় গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা নিশ্চিতে ‘মা সমাবেশ’

জমির উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

মানসম্মত মাধ্যমিক শিক্ষা নিশ্চিতকরণে চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলার আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয়ের আজ ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে ১৮ জুলাই (মঙ্গলবার) সকালে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ,চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিন আহমদ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন।প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক,ট্রমা অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মাহমুদুর রহমান।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সামশুদ্দিন শিশিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামশুদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সদস্য, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ফরিদ আহমদ, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম, সাবেক মেম্বার মোঃ নাছির উদ্দিন, বিদ্যালয়ের সদস্য ডাঃ জেয়াবুল, ডাঃ হায়াত মাহমুদ খাঁন, মাওলানা শিহাব উদ্দিন, শিক্ষানুরাগী সামশুদ্দৌহা। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকাবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যরা ও সকল শিক্ষার্থীরা।

সভায় প্রধান অতিথি বলেন, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে মা’দের গুরুত্ব অত্যন্ত বেশি। একজন মা শুধু একজন অভিভাবকই নন, ছোট-ছোট শির্ক্ষাথীদের জীবনের প্রথম শিক্ষক। ছোট শিশুরা প্রথম পর্যায়ে পরিবারের মধ্যে মায়ের কাছ থেকেই প্রাথমিক শিক্ষা লাভ করে থাকে। তাই ছেলে মেয়েদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও মানবিক মূল্যবোধের উপরও জোর দিতে হবে। শুধু ভালো ছাত্র হলে চলবেনা, একইসাথে শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে। এ ক্ষেত্রে মায়েদের ভূমিকা প্রধান। তাই আমরা প্রাথমিক শিক্ষায় মা সমাবেশ, উঠান বৈঠক, হোম ভিজিট ইত্যাদিকে গুরুত্ব দিয়েছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *