লোহাগাড়ায় কীটনাশক ছিটিয়ে ৭ কানি জমির ধানগাছ নষ্টের অভিযোগ

লোহাগাড়ায় কীটনাশক ছিটিয়ে ৭ কানি জমির ধানগাছ নষ্টের অভিযোগ

জমির উদ্দীন,লোহাগাড়া (চট্টগ্রাম)

লোহাগাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে রাতের আঁধারে বিষাক্ত কিটনাশক ছিটিয়ে উপজেলার পশ্চিম কলাউজান বলি পাড়া এলাকায় সাতজন অসহায় কৃষকের রোপনকৃত ধানক্ষেত নষ্ট করে দিয়েছে দূর্বৃত্তরা।

গতকাল (সোমবার) দিবাগত রাতের যেকোনো সময় ৭ বর্গাচাষির ৭ কানি জমিতে লাগানো আমন ধানের গাছ ঝলসে হলুদ হয়ে গেছে। জমি নিয়ে বিরোধের জেরে অতিরিক্ত আগাছানাশক বা কীটনাশক ছিটিয়ে তাঁদের ধানগাছ নষ্ট করেছেন বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত বর্গাচাষিদের।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বর্গাচাষি কৃষক দিলোয়ারা বেগম, নুরুল আলম, সমশুল আলম নুরু এবং সওদাগর লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ করেন।

ক্ষতিগ্রস্তরা জানান, তারা দীর্ঘদিন ধরে উক্ত জায়গায় ধানক্ষেত রোপন করে আসছিল। পুর্ব শত্রুতার জের ধরে তাদের ৭ কানি ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করে রোপনকৃত ধানক্ষেত নষ্ট করে দেয়। তারা সংশ্লিষ্ঠ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবী করছেন।

কলাউজান ইউপি চেয়ারম্যান এম.এ ওয়াহেদ জানান, বিষয়টি অমানবিক ও দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বিষয়টি আমাকে জানানোর পর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেছে। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল ইসলাম জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ধানক্ষেতে বিষাক্ত বিষ দিয়ে নষ্ট করার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *