লোহাগাড়ায় আন্তর্জাতিক নারী দিবস -২৪ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
আবুল কালাম আজাদ (লোহাগাড়া) চট্টগ্রাম।
লোহাগাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ ই মার্চ সকালে উপজেলা চত্বরে শোভাযাত্রা ও উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান।বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রে নাজমুন লায়েল। লোহাগাড়া থানা সেকেন্ড অফিসার বাবু বিকাশ দে। এছাড়াও প্রকৌশলী সরোয়ার সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, কিশোর কিশোরী ক্লাবের সর্বশিক্ষক বৃন্দ, নারী ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নারী নেত্রী ও ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান বলেন, নারীরা আমাদের সামগ্রিক উন্নয়নের অংশীদার নারীদের সকল পর্যায়ে সম অধিকার সম্মান সময় সুযোগ নিশ্চিত করতে হবে। নারীদের জন্য পুরুষের পাশাপাশি সম বিনিয়োগ করতে হবে।আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা:) নারীদের প্রতি বিরুপ আচরণ না করা ও তাদের প্রতি সহনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি আরো বলেন আজকের দিনে আমরা প্রতিজ্ঞ করি নারীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠনে ভৃমিকা রাখি।