লোহাগাড়ায় অবৈধভাবে উত্তলিত ২১৪৭৮০ ঘনফুট বালু জব্দ
আবুল কালাম আজাদ (লোহাগাড়া) চট্টগ্রাম।
লোহাগাড়া উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট (ভূমি)নজমুল লায়েল লোহাগাড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তলিত ২১৪৭৮০ ঘনফুট বালু জব্দ করেছে।
০৯ অক্টোবর (সোমবার) লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নের ১ নং ওয়ার্ড নলবুনিয়া খাঁনদিঘী হতে ১০৮০০ঘনফুট, পুটিবিলা ইউনিয়নের ৯নংওয়ার্ড, সড়াইয়া, বুরা মেম্বার পাড়া হতে ৭৬০০০ঘনফুট, পুটিবিলা ইউনিয়নের ৮নংওয়ার্ড সরই ব্রিজের উত্তর পাশে ১২৬০০ ঘনফুট ও দক্ষিণ পাশে ৭২৯০ ঘনফুট, পুটিবিলা ইউনিয়নের ৮নংওয়ার্ড পহর চান্দ সরই ব্রিজের পূর্ব পাশে ৫৩৮২০ঘনফুট, পুটিবিলা ইউনিয়নের ৮নংওয়ার্ড গোরস্থান লোকমানের দোকানের পিছন হতে ২৩৮৭০ঘনফুট, পুটিবিলা ইউনিয়নের ৮নংওয়ার্ড গৌড়স্থান নয়া পাড়ার হতে ৩০৪০০ঘনফুটসহ মোট ২১৪৭৮০ ঘনফুট অবৈধ ভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট (ভূমি) নজমুল লায়েল জানান,সরকারি নিয়মনীতি না মেনে অবৈধ বালু উত্তলন করাদের বিরুদ্ধে জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলন এর বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।