লোহাগাড়া ল্যাবরেটরী স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজন

লোহাগাড়া ল্যাবরেটরী স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজন

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় ল্যাবরেটরী
উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার পহেলা ফেব্রুয়ারি সকাল ১০টায় জমিদার পাড়া বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বরেণ্য শিল্পপতি ল্যাবরেটরী
উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ওমর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।

বিশিষ্ট কলামিস্ট মোহাম্মদ হোসেনের
সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, লোহাগাড়া সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন, উজির ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ এয়াকুব প্রমুখ।

এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরীর সার্বিক তত্ত্বাবধায়নে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, প্রিয় কোমলমতি ছাত্র-ছাত্রী, পড়ালেখার পাশাপাশি তোমাদের খেলাধুলা, শরীরচর্চা, সংগীত, কবিতা আবৃতিসহ সব ধরনের পাঠক্রমিক কার্যক্রমে ভালো করতে হবে। তোমরাই আগামী দিনে আমাদের দেশ-জাতির ভবিষ্যৎ কর্ণধার।এছাড়া এলাকার সকলের আন্তরিকতা নিয়ে সার্বিক সহযোগিতা নিয়ে কাজ করতে এই বিদ্যালয়ের জন্য। আশা করি এই বিদ্যালয় দক্ষিণ চট্টগ্রামে অনেক খ্যাতি বয়ে আনবে বলে মনে করেন বক্তারা সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *