লোহাগাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।
লোহাগাড়া( চট্টগ্রাম) প্রতিনিধি,
বিশ্বের মানচিত্রে ক্ষুদ্র রাষ্ট্র বাংলাদেশকে স্থান করে দেওয়ার অন্যতম কারিগর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, লোহাগাড়া প্রেসক্লাব।
২৬ মার্চ সকাল ১১ টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, লোহাগাড়া সাংবাদিকদের অবিভাবক সংগঠন লোহাগাড়া প্রেসক্লাব।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইনকিলাব লোহাগাড়া প্রতিনিধি, তাজ উদ্দিন। সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল লোহাগাড়া প্রতিনিধি, কাইছার হামিদ। সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ লোহাগাড়া প্রতিনিধি, এরশাদুর রহমান। অর্থ সম্পাদক ও দৈনিক আনন্দ বাজার পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক প্রথম আলো লোহাগাড়া প্রতিনিধি কাইছার হামিদ (তুষার)। প্রচার সম্পাদক ও বাংলা ধারা লোহাগাড়া প্রতিনিধি আলাউদ্দিন।