লোহাগাড়া প্রশাসনের অভিযান-জরিমানা ৪৯ হাজার টাকা

 

লোহাগাড়া প্রশাসনের অভিযান-জরিমানা ৪৯ হাজার টাকা

জমির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি

রমজানের শুরু থেকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ বটতলী স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করেছে লোহাগাড়া প্রশাসন।

তারই ধারাবাহিকতায় শুক্রবার (৩১ মার্চ) বিকেলে নানা অনিয়মের দায়ে বিভিন্ন দোকানিকে মোট ৪৯ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।

অভিযানকালে লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান, থানার এসআই সত্যজিৎ ভৌমিক, উপজেলা পরিষদের সিএ রুবেলসহ পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্য সহ স্হানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ জানান,
রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে উপজেলার আমিরাবাদ বটতলী স্টেশন এলাকায় ফলের দোকান, চালের দোকান , মুদির দোকান এবং সবজির বাজারে ক্রয় ও বিক্রয় মূল্যে অসঙ্গতি আছে কী না যাচাই করা হয়।
এ সময় অস্বাস্থ্যকর অবস্থায় ইফতার সামগ্রী তৈরি ও সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ৭ জন দোকানিকে ৭ টি মামলায় মোট ৪৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া অসংখ্য দোকানিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *