লামায় শেখ রাসেল দিবস পালিত
বেলাল আহমদ,নিজস্ব প্রতিবেদক,
বান্দরবানের লামা উপজেলায় শেখ রাসেল দিবস ২০২৩ইং উপলক্ষে শোভাযাত্রা, রাসেল স্মৃতি ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর সকাল সাড়ে ৯টায় উপজেলা সভাকক্ষে আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল কনফারেন্স এ যুক্ত হন লামা উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তথ্য অফিসের প্রজেক্টরে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কেন্দ্রীয় সম্প্রচারিত অনুষ্ঠান উপভোগ করেন সবাই। এবারের প্রতিপাদ্য বিষয় “শেখ রাসেল দিপ্তিময় নির্ভিক দুর্জয়”। অনুষ্ঠানের আয়োজক ছিলেন, বান্দরবান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও লামা উপজেলা প্রশাসন। এতে স্থানীয় পর্যায়ে D SET এর ফলক উন্মোচন, হার পাওয়ার প্রকল্পের উদ্বোধন, আলোচনা সভা, চলচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরন করা হয়। এ ছাড়া দিবস উপলক্ষে সকল ইউনিয়ন পরিষদে শেখ রাসেল ডিজিটাল ল্যাব সমুহে সকাল সাড়ে ৯টা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত কেন্দ্রীয় সম্প্রচারিত অনুষ্ঠান প্রদর্শন করা হয়। লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ছিলেন পৌর মেয়র জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ
স্বাস্থ্য কর্মকর্তা, লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম শেখ, গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,লামা উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক বাবু প্রদীপ কান্তি দাশ সহ প্রমূখ।