লামায় পুলিশের অভিযানে আটক ৩

লামায় পুলিশের অভিযানে আটক ৩

বেলাল আহমদ,নিজস্ব প্রতিবেদক,
বান্দরবানের লামা উপজেলায় বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও মাদক ব্যবসায় জড়িত ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উপজেলার আজিজনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে রবিবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় আটক এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট।

সূত্র জানায়, উপজেলার আজিজনগরের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট বেচাকেনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলা পুলিশ সুপারের নির্দেশনায় লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ’র নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা রবিবার দিনগত রাত ৮টার দিকে চাম্বি মফিজ বাজার ও আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় জি আর ৩৩/২২ মামলার পরোয়ানা ভুক্ত আসামী জিয়াবুল হক, সি আর ২২৫/২১ মামলার পরোয়ানা ভুক্ত আসামী মোঃ সাজ্জাদ ও ইয়াবা সহ কলিম উল্লাহকে (৫৩) কে গজালিয়া সড়ক সংলগ্ন মনুর দোকানের সামনে থেকে আটক করা হয়। কলিম উল্লাার দেহ তল্লাশি করে তার পায়ে বাধা অবস্থায় ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।আটক কলিম উল্লাহ পাশের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কলাবাগান গ্রামের বাসিন্দা আব্বাস মিয়ার ছেলে।

অভিযানে ৩ ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ বলেন, সোমবার দুুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরোয়ানাভুক্ত আসামী ও মাদকের সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *