মুরগির ওজনে কম দেওয়ার অপকৌশল হাতে নাতে ধরলেন,লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির মিজান

 

মুরগির ওজনে কম দেওয়ার অপকৌশল হাতে নাতে ধরলেন,লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির মিজান
নিজস্ব প্রতিবেদক ঃ
অভিনবব কায়দায় ডিজিটাল পরিমাপক স্কেলের সাহায্যে মুরগীর ওজন কম দেওয়ার পদ্ধতি হাতে নাতে ধরলেন, বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজান।

২১ ই সেপ্টেম্বর  রাত ৯ টায় লোহাগাড়া উপজেলার বটতলী কাঁচা বাজার সংলগ্ন মুরগির দোকানে এই অভিযান চালানো হয়।

লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমা মিজান বলেন,দীর্ঘদিন ধরে বাজার করতে আসা বিভিন্ন মুরগির ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে তাদেরকে সাথে নিয়ে বাজার করতে আসা লোকজনদের সম্মুখে মুরগী ব্যবসায়ী বাচ্চুর পরিচালিত দোকান ও অনু সওদাগরের পরিচালিত জাহেদ পোল্ট্রি দোকানে গিয়ে দেখতে পাই, মুরগী পরিমাপ করার স্কেলের এক পাশে টেপ দিয়ে কাল পলিথিন দিয়ে মুড়িয়ে দেই। ক্রেতা যাতে তার ক্রয়কৃত মুরগীর মূল্য কত টাকা তা দেখতে না পারে। এই ভাবে তারা প্রতিনিয়ত বাজার করতে আসা লোকজনদের ওজনে কম দিয়ে টেকাচ্ছে।

উপস্থিত উৎসুক জনতা মিজানুর রহমানের এই অভিযান কে স্বাগত জানিয়েছেন,অসাধু মুরগী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *