মাদক ও চোরাচালান এর ক্ষেত্রে সেনাবাহিনী জিরো টলারেন্স অবস্থানে,জোন কমান্ডার লেঃ কর্ণেল সাব্বির হাসান
বেলাল আহমদ,লামা(বান্দরবান)প্রতিনিধি:-
বান্দরবানের লামা-আলীকদমের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠান বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আলীকদম জোন সদরে ক্যান্টিনে অনুষ্ঠিত হয়েছে।আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আলীকদম জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান পিএসসি,উপ-অধিনায়ক মেজর শওকত, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ কামরুল ইসলাম। এ সময় লামা-আলীকদমে কর্মরত সংবাদ কর্মিরা বিভিন্ন বিষয়ে জোন কমান্ডারের মনোযোগ আকর্ষণ করেন। এসবের মধ্যে শিক্ষা, সামাজিক বিচার ব্যবস্থায় সহায়তা, যোগাযোগ, নিরাপত্তা, চোরাচালান, মাদক নিয়ন্ত্রণ, সড়কে যানবাহনে নিরাপত্তা, সীমান্ত চোরাচালান, সম্প্রীতি, উন্নয়ন ইত্যাদি উল্লেখযোগ্য। সভায় জোন কমান্ডার সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন,সমাজের সকল কর্মকান্ডকে ইতিবাচকভাবে ফোকাস করা উচিৎ। নেতিবাচক দিক থেকে বিরত করতে সাংবাদিকদেরকে ইতিবাচক দিক নির্দেশমূলক বিষয়গুলোকে আগে থেকে পাবলিশ করা দরকার। বাংলাদেশ সেনাবাহিনী আলীকদম জোনের অর্ধশত বছরের সেবা, জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করার ঐতিহ্য তোলে ধরেন সাংবাদিকরা। নিরাপত্তাসহ জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে সদাশয় সরকারের সর্ব মহলকে সেনাবাহিনী সহোগিতা করছেন। তাছাড়া আলীকদম সেনাবাহিনীর স্বাধীনতা পর থেকে লামা-আলীকদম উপজেলায় শিক্ষার উন্নয়নে প্রাক প্রাথমিক থেকে শুরু করে উচ্চ শিক্ষার বিকাশ ঘটাতে কাজ করে আসছে। জনগোষ্ঠীর আর্থসামাজিক, সম্প্রীতি, মানবিক সহায়তা, ক্রীড়া- সংস্কৃতির উন্নয়নে সেনাবাহিনী তাদের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশ্বস্ত করেন। অনুষ্ঠান শেষে দু’জন উপজাতি শিক্ষার্থীকে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
আলীকদম জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান পিএসসি বলেন, মাদক ও চোরাচালান এর ক্ষেত্রে সেনাবাহিনী জিরো টলারেন্স অবস্থানে রয়েছে।
সংবাদ প্রেরক-
বেলাল আহমদ,
লামা,(বান্দরবান) প্রতিনিধি,
মোবাইলঃ ০১৭২৩-৬০৩০৮০/০১৮৪২-৬০৩০৮০
তারিখ:০৪ অক্টোবর ২০২৩ইং।