মাতারবাড়ীতে মৎস্যজীবীদের চাল বিতরণ
হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাগরে মাছ আহরণ ৬৫ দিন বন্ধে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ করা হয় ৷
বুধবার (১২ জুন) সকাল ৯টা থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হাইদারের সভাপতিত্বে প্রায় ১৯৪৫ জন মৎস্যজীবীদের ৫৬কেজি করে মোট ৯৮ দশমিক ৪৪৮ মেঃটন চাল বিতরণ করা হয় ৷
উপস্থিত ছিলেন, টেক অফিসার মোহাম্মদ সৌরভ হোছাইন, ইউনিয়ন পরিষদ সচিব শাহাজাহান, ডিজিএফআই প্রতিনিধি, উপজেলা মৎস্য অফিস প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও সকল ইউপি সদস্যগণ ৷ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়।