মহেশখালীতে অস্ত্রসহ এক ডাকাত গ্রেফতার
হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ মো. জাইতুন ইসলাম প্রকাশ ওরফে কালা সোনা (২৫) নামে থানার তালিকাভুক্ত এক ডাকাতকে আটক করে মহেশখালী থানা পুলিশের একটি অভিযানিক দল।
বৃহস্পতিবার (১৮ মে) গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার পানিরছড়া এলাকা থেকে আটক করে। কালাসোনা হোয়ানক পানিরছড়া গ্রামের মৃত জাফর আলমের ছেলে।
মহেশখালী থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আটক ডাকাত গ্রেপ্তার হওয়ার পর এক পর্যায়ে স্বীকার করে যে তার কাছে আগ্নেয়াস্ত্র আছে। তার স্বীকারোক্তির ভিত্তিতে থানার একটি বিশেষায়িত টিম অস্ত্র উদ্ধারের অভিযানে নামে। এক পর্যায়ে আটকের ৮ ঘন্টা পর দিবাগত রাত ২টায় উক্ত আসামীর দেখানো মতে পানিরছড়া এলাকার তার বসত বাড়ি হতে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার অভিযানিক দল আসামীকে ধরতে সক্ষম হয় ৷ এ বিষয়ে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে ।