ময়মনসিংহে জাতীয় পার্টির ওয়ার্ড সভাপতির বাড়িঘর ভাঙচুর ও লুটপাট
গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটসহ মারামারিতে মারাত্মক ভাবে আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির ওয়ার্ড সভাপতি মোঃ হযরত আলী।
জানা গেছে, গতকাল সোমবার (২৭ মার্চ ২০২৩) তারিখ সন্ধ্যায় সাহেব কাচারিবাজার সদর ময়মনসিংহে নিকুরিয়ারচর মোঃ হযরত আলী জাতীয় পার্টির ওয়ার্ড সভাপতির বাড়িতে অনধিকার প্রবেশ করে একদল সন্ত্রাসী।
উক্ত সন্ত্রাসী গুষ্ঠি দেশীয় অস্ত্র রামদা, ছুরি, বল্লম, লোহার রড নিয়ে পূর্বপরিকল্পিতভাবে প্রবেশ করে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করে। ঠিক ঐ সময় অতর্কিত হামলা চালায় উক্ত সন্ত্রাসী বাহিনী।
এ ঘটনায় মারাত্মক ভাবে আহত হয় মোঃ হযরত আলী পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করে। মামলা সুত্রে জানা যায়, উক্ত এলাকার বিবাদী মোঃ আব্দুস সালাম, আশিকুর রহমান, জহিরুল ইসলাম, জুয়েল মিয়া, সিদ্দিকুর রহমান, রাজন মিয়া, এনামুল হক, আব্দুল কুদ্দুস, সুমন মিয়াগং বাড়ির দরজা জানালা ভাঙচুরসহ মারামারি করে। পরে লুটপাটের ঘটনাও ঘটে।
ঘরের ভিতরে প্রবেশ করে এবং হযরত আলী ও তার ছেলে সহ বাড়ির বাচ্চা এবং মহিলাদের মারপিট করে এ সময় আব্দুস সালাম ও আশিকুর রহমান হযরত আলীকে খুন করার উদ্দেশ্যে দা দিয়ে কুপ দিলে দরজায় লাগে তাতে হযরত আলী প্রাণে রক্ষা পায়।
কিন্তু আব্দুস সালামের হাতে থাকা রড দিয়ে আঘাত করলে হযরত আলীর ডান পায়ে লাগে তাতে রক্তাক্ত জখম ও পা ভাঙিয়া যায়। হযরত আলী এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এ ঘটনায় মামলার বাদী রোকসানা আক্তার বলেন, বসত ঘরের ভিতরে থাকা টেলিভিশন, ওয়ারড্রব ও ঘরের বিভিন্ন প্রয়োজনীয় মালামাল ভাঙচুর করিয়া আমার ঘরে রক্ষিত ব্যবসার নগদ এক লক্ষ টাকা লুট করে নিয়ে যায় এবং বিবাদীরা সর্বমোট তিন লক্ষ টাকার ক্ষতি সাধন করিয়াছে। আমার চিৎকার শুনিয়া আশপাশের লোকজন আসিয়া আমাদেরকে প্রাণে বাঁচায়।
এমনকি আব্দুস সালাম, আশিকুর রহমানগং যাওয়ার সময় এই বলিয়া যায় আমাদেরকে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবে। আমি এবং আমার স্বামী শিশুসন্তান প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরে আসি। আমার শশুর ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালের ২১ নং ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসাধীন।
এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান উক্ত ঘটনায় রোকসানা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।