ময়মনসিংহ রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি শাহ্ আবিদ হোসেন এর শুভাগমন

ময়মনসিংহ রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি শাহ্ আবিদ হোসেন এর শুভাগমন

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
আজ বুধবার (২৫ অক্টোবর ২০২৩) তারিখ ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে সদ্য পদায়িত মোঃ শাহ্ আবিদ হোসেন বিপিএম (বার), মহোদয় ময়মনসিংহে যোগদানের লক্ষ্যে আগমন করেছেন। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম। রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা সম্মানিত ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), এম এম মোহাইমেনুর রশিদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক), মোঃ শাহীনুল ইসলাম ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ময়মনসিংহ জেলা এবং জেলার পুলিশ ইন্সপেক্টরবৃন্দ।

ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে সদ্য যোগদানকৃত ডিআইজিকে নতুন কর্মস্থলের জন্য সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *