মধুপুরে লক্ষ টাকার হেরোইন সহ ২ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে ২ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার সহ লক্ষ টাকার হেরোইন উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। থানা সুত্রে জানা যায় মধুপুর থানাধীন বেকারকোনা গ্রামের বেকারকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে মাদক অভিযান পরিচালনা করে থানা পুলিশ শুক্রবার বিকেলে লাউফুলা গ্রামের মৃত আঃ জলিলের ছেলে সেলিম মিয়া (৪০) বাদে গাঙ্গাইর গ্রামের আঃ হাকিমের ছেলে মো. এনামুল হক (৩৩) কে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের নিকট হতে দশ গ্রাম হেরোইন উদ্ধার করে যার মূল্য এক লক্ষ টাকা।
এ সংক্রান্তে উক্ত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মধুপুর থানায় নিয়মিত মাদক মামলা রুজু সহ আসামীদ্বয়কে শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।