মধুপুরে পেঁয়াজের বাজার নিয়ন্রনে দৈনিক বাজারে অভিযান
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে পেঁয়াজের বাজারে অস্থিরতা কমাতে অভিযানে নামে উপজেলা প্রশাসন।
১১ (ডিসেম্বর) সোমবার দুপুরের দিকে মধুপুর পৌরশহরের দৈনিক বাজারে অভিযানে নামে মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. জাকির হোসাইন। তাকে সহযোগিতা করেন মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান।
এসময সহকারী কমিশনার (ভূমি)জাকির হোসাইন বলেন,পেঁয়াজের মূল্য কারসাজি করে যদি কোনো অসাধু ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পেঁয়াজ ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণ রাখার কথাও বলেন ব্যবসায়ীদের। তাছাড়াও ভোক্তাদের বলেন আপনারা অস্থির হয়ে এক কেজির জায়গায় ৫ কেজি ক্রয় করবেন না।