মধুপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মধুপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
আঃ হামিদ মধুপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে ২০২২-২৩ অর্থবছরের খরিপ -২/ ২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় রোপা আমন ধানের (উফশী) জাত ও গ্রীস্মকালীন পেয়াজ (নাবী) জাতের আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ২০ জুন সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু। এসময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, কৃষিকর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান বাবলু, কুড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক সরকার, মহিষমারা ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন,অতিরিক্ত কৃষি অফিসার শাকুরা নাম্মী, কৃষিসম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়া রিভা, উপসহকারী কৃ্ষিকর্মকর্তা গন সহ কৃষক কৃষাণী উপস্হিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল জানান ১ হাজার কৃষকের মাঝে সার ও বীজ এবং ২০ জন কৃষকের মাঝে পেঁয়াজ বীজ বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *