বান্দরবানে আওয়ামী লীগের ২৮ জনের বিরুদ্ধে মামলা

বান্দরবানে আওয়ামী লীগের ২৮ জনের বিরুদ্ধে মামলা

এস এম রমজান আলী, বান্দরবান প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাসসহ ২৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১২০ জনকে আসামি করা হয়েছে পৃথক দুটি মামলায় ।

২২ আগস্ট বান্দরবান ওয়ার্ড বিএনপির নেতা শামীম হোসেন ও বিএনপির অঙ্গ সংঘটন বান্দরবান জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে বান্দরবান সদর থানায় এই মামলা দুটি দায়ের করা হয়েছে ।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানিয়েছেন, মামলা নথিভুক্ত করে তা আদালতে প্রেরন হয়েছে।

অন্যদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জানান, দলীয় উচ্চপর্যায়ের নির্দেশই মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা হল- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ (৫০), জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা মার্মা (৫০), জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর (৪৮), পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ (৫০), পৌর কাউন্সিলর সৌরভ দাশ শেখ (৪৮), যুবলীগ নেতা চৌধুরী প্রকাশ বড়য়া (৪৫), রাজু বড়য়া (৩৮), ফারুক আহমেদ ফাহিম (৩৫), পৌর কাউন্সিলর উমর ফরুক (৪০), যুবলীগ নেতা মো. হাকিম, আবু তৈয়ৰ চৌধুরী (৩০), মোহাম্মদ আরিফ(২৫), মো. তারেকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য কাঞ্চন তংঞ্চঙ্গ্যা (৫০), ছাত্রলীগ নেতা রাশেদ চৌধুরী (৪০), পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ (৪৫), আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন (৪৫), যুবলীগ নেতা আকাশ চৌধুরী (২৬), ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন (২২), যুবলীগ নেতা উমর ফারুক (৩৫), শ্রমিকলীগ নেতা রফিকুল ইসলাম (৪৫), যুবলীগ নেতা আলমগীর ড্রাইভার (৩০), নূর মোহাম্মদ কালু (৪৫), মোহাম্মদ নূরু (৪৫), মো. হানিফ (২৮), আক্কাস আলী (৪০), আবু তাহের মুরগী তাহের (৪৫), মো. ইসমাইল (২৫)।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর আসামিরা হামলা চালায় ও আন্দোলন নানাভাবে বাধাগ্রস্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *