বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরাবাদ ৪ নং ওয়ার্ডে নুরুল ইসলামকে সভাপতি আরিফুল্লাহ চৌধুরীকে সেক্রেটারী করে ২০২৫-২৬ সেশনের জন্য কমিটি ঘোষণা
লোহাগাড়া( চট্টগ্রাম) প্রতিনিধি :
বাংলাদেশ জমায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার আওতাধীন আমিরাবাদ ইউনিয়নের অন্তর্ভুক্ত ৪ নং ওয়ার্ডের ২০২৫/২৬ সেশনের জন্য কমিটির ঘোষণা করেছেন ইউনিয়ন জামায়াতে ইসলাম।
১১ই জানুয়ারি (শনিবার) সকাল ৯ঃ০০ ঘটিকার সময় রাহাত আলী পাড়ার জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয় উক্ত সাধারণ সভায় আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোহাম্মদ হাসান উক্ত কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্যরা হচ্ছে, সহ-সভাপতি মাস্টার আবুল মনসুর, মাওলানা মোসলেহ উদ্দিন, একরামুল হক,সহ সেক্রেটারি মোহাম্মদ হোসাইন, বাইতুল মাল সম্পাদক ফরমান উদ্দিন,সহ বায়তুল মাল সম্পাদক আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সহ ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার শূরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোঃ হাসান, ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারি আনোয়ার হোসেন সাবেক ছাত্র নেতা হাফেজ আরিফুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ হাসান বলেন আল্লাহ ও রাসূলের (সঃ)প্রদর্শিত জীবন বিধান অনুযায়ী আমাদের প্রত্যেককে চলতে হবে আমাদের প্রতিটি কাজ হবে জনকল্যাণমুখী যে কাজে আল্লাহ ও তার রাসূল সন্তুষ্ট হবে এমন কাজের মাধ্যমে আমাদেরকে সমাজকে পরিচালনা করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম করায় আমাদের মূল লক্ষ্য আজকে আপনাদের উপর অর্পিত দায়িত্ব আপনারা যথাযথভাবে পালন করবেন মানুষের প্রভুত্ব মেনে না নিয়ে আল্লাহ তাঁর রাসূলের নির্দেশিত পথেই চলতে হবে। আজকে আপনাদের উপর অর্পিত দায়িত্ব একটি আমানত এই আমানতের কখনো খেয়ানত করা যাবে না এই আমানতের যথাযথ মূল্যায়ন করতে হবে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আপনাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ।
।