বড়হাতিয়ায় আখ ক্ষেত থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ
(বিশেষ প্রতিনিধি)
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের তৈয়ব-এর পাড়া এলাকা হতে আব্দুল গফুর (৫২) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (১৫ মে”২০২৩ইং) দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল গফুরের অত্র ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কুমিরাঘোনা গনিয়ার পাড়া এলাকার মৃত্যু জনু মিয়ার পুত্র।
জানা যায়, নিহত আব্দুল গফুর বড়হাতিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কুমিরাঘোনা গনিয়ার পাড়া এলাকা থেকে ২নং ওয়ার্ডের তৈয়ব-এর পাড়া এলাকায় বাড়ি করে জীবিকা নির্বাহ করে আসছিলো। তিনি ৩ সন্তানের জনক। সকাল ৮টার দিকে স্থানীয়রা আখ ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করে। পরে মরদেহ থানার হেফাজতে নিয়ে যায়।
এদিকে খবর পেয়ে সাতকানিয়া সার্কলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুুহাম্মদ আতিকুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। নিহতের শরীরের আঘাতের কোন চিহ্ন নেই। লাশ পোস্ট মডেমের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।