বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত।
আবুল কালাম আজাদ(লোহাগাড়া) চট্টগ্রাম।
০৩ মার্চ শুক্রবার সকাল ১০টয় মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠান শুরু হয়ে রাত ১১টায় শেষ হয়,দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বহুমূখি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম দাখিল মাদ্রাসা, হেফজখনা ও ঈসমাইলীয়া এতিমখানার বার্ষিক সভা ও সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত।
এত্র মাদ্রাসার সিনিয়র সহকারি শিক্ষক,মাষ্টার আবু তাহেরর সঞ্চালনায় মাদ্রাসার গভার্নিং বডির সভাপতি ডাঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে,
প্রধান অলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মুফাস্সির কোরআন ড.লুৎফর রহমান, ঢাকা।
বিশেষ ওয়েজ হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ,চট্টগ্রাম সরকারি মডেল কলেজের সহকারী অধ্যাপক ড. মওলানা ওলি উল্লাহ মইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আবদুল আলীম।
বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন,ডাক্তার মুহাম্মদ ইসতিয়াক,আবাসিক মেডিকেল অফিসার লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার মুহাম্মদ ইকবাল হোছাইন শিশু বিশেষজ্ঞ সাউন্ড হল্থ হাসপাতাল।
এ,ছাড়াও দেশ বরণ্যে বিশিস্ট ইসলামি চিন্তাবিদ, আলেম,ওলামা,মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা সহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।