ফুলপুরে এপিবিএন এর অভিযানে অপহরণকৃত নাবালিকা উদ্ধার, গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক
বাদী মোঃ শফিকুল ইসলাম(৪৮) এর ছোট মেয়ে মোছাঃ আশা আক্তার (১৭) চর গোয়াডাঙ্গা ফাযিল মাদ্রাসা হতে ২০২৩ সালে দাখিল পাস করেছে। কিছুদিন যাবৎ বাদীর মেয়ে আলিমে ভর্তি হওয়ার জন্য মাদ্রাসায় যাওয়ার পথে আসামী মোঃ তারেক হাসান(১৭), পিতা- সাইদুল ইসলাম, সাং- চর গোয়াডাঙ্গা, থানা- ফুলপুর, জেলা- ময়মনসিংহ তাকে কু-প্রস্তাব দিত। ইং ০৮/০৯/২০২৩ তারিখে দুপুর অনুমান ০২.০০ ঘটিকার সময় বাদীর ছোট মেয়ে-আশা আক্তার (১৭) নিজ বাড়ি হতে মাদ্রাসায় ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র ফটোকপি করার জন্য বাইটকান্দি বাজারে যায় কিন্তু অনেক রাত হলেও বাড়ীতে না আসায় অনেক খোঁজাখুঁজির পর বাদী তার মেয়েকে পায়নি এবং যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরবর্তীতে জানতে পারে যে, আসামী ১। মোঃ তারেক হাসান(১৭), এবং তার আত্মীয় ২। মোঃ আল আমিন (২৭), থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহদ্বয় বাদীর ছোট মেয়েকে বাইটকান্দি বাজারে যাওয়ার পথে কৌশলে ফুঁসলিয়ে জোরপূর্বক অপহরণ করেছে। উক্ত বিষয়ে জানার পরে বাদী তাৎক্ষণিক ফুলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে এবং জাতীয় জরুরী সেবা “৯৯৯” কল দিলে “৯৯৯” বাদীকে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপস্ টিমের সাথে যোগাযোগ করিয়ে দেয়। বাদী ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার শাখায় অভিযোগ করে।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে ২ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন এর সাইবার টিম এপিবিএন হেডকোয়ার্টার্সের সিআইএ সেলের উন্নত প্রযুক্তির সহায়তায় উক্ত ১ ও ২ নং আসামীর অবস্থান সনাক্ত করে এবং পুলিশ পরিদর্শক (নিঃ) এ,বি,এম সাজেদুল ইসলাম এর নেতৃতে ইং ১০/০৯/২০২৩ তারিখ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন বিলডোরা এলাকা থেকে রাত্র অনুমান ০২.৩০ ঘটিকার সময় বাদীর দেখানো ও সনাক্ত মতে ২ এপিবিএনের অপস্ টিম উল্লেখিত আসামী ১। মোঃ তারেক হাসান(১৭), ও সহযোগী ২। মোঃ আল আমিন (২৭)‘কে আটক করে এবং তাদের হেফাজত হতে ভিকটিম মোছাঃ আশা আক্তার (১৭)‘কে উদ্ধার করে।
পরবর্তীতে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা ইং ০৮/০৯/২০২৩ তারিখ দুপুরে বাদীর ছোট মেয়ে-আশা আক্তার (১৭)কে বাইটকান্দা বাজার হতে অপহরণ করেছে মর্মে স্বীকার করে। আটককৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ফুলপুর থানার মামলা নং- ১০ তারিখ- ১১/০৯/২০২৩ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধণী-২০০৩) এর ৭/৩০ ধারায় নিয়মিত মামলা রুজু হয়।