নওগাঁর মান্দায় বাংলা নববর্ষ উদযাপন

নওগাঁর মান্দায় বাংলা নববর্ষ উদযাপন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সরকারি নির্দেশনা মোতাবেক সকল স্কুল-কলেজ ও মাদ্রাসায় বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় একযোগে সকল প্রতিষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ, গোটগাড়ি শহীদ মামুন সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ, দাসপাড়া ডিগ্রি কলেজ,দাসপাড়া দ্বিমূখী সিনিয়র মাদ্রাসা এবং দাসপাড়া উচ্চ বিদ্যালয়সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে (পতাকা উত্তোলন,কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, আলোচনাসভা,দোয়া, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে) দিবসটি উদযাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, দাসপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম, কাজী হুমায়ন কবির ও আজাহার আলী, প্রভাষক আব্দুল খালেক শিপলু, আব্দুর রাজ্জাক,নিরেশ চন্দ্র, বায়েজিদ হোসেন, মামুনুর রশিদ, রেজাউল করিম, আকরাম হোসেন, আব্দুল মালেক এবং আব্দুস সালাম প্রমূখ।
অপরদিকে, দাসপাড়া দ্বিমূখী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান এবং দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ওসমান গণিসহ সকল শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলাম, গোটগাড়ি শহীদ মামুন সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম,মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অনুপ কুমার মহন্তের নেতৃত্বে সরকারি নির্দেশনা মোতাবেক আনুষ্ঠানিকভাবে দিবসটি উদযাপন করা হয়। এদিন উপজেলা প্রশাসনের আয়োজনেও দিবসটি উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *