দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন, তামাক কোম্পানি বেপরোয়া শীর্ষক সংবাদ সম্মেলন

দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন, তামাক কোম্পানি বেপরোয়া শীর্ষক সংবাদ সম্মেলন

বেলাল আহমদ,লামা(বান্দরবান)প্রতিনিধি:-

দেশ ব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন তামাক কোম্পানি বেপরোয়া শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবান জেলার লামা উপজেলার এনজেড় একতা মহিলা সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।১৪ অক্টোবর( শনিবার) দুপুরে এনজেড় একতা মহিলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এনজেড় একতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, এনজেড একতা মহিলা সমিতির সহ সভাপতি খালেদা বেগম । সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীর অংশ গ্রহণ করেন। সংবাদ সম্মেলনে বক্তারা জানান,সরকার ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করতে নানা কার্যক্রম হাতে নিয়েছে। অথচ তামাক কোম্পানিগুলো সরকারের জনস্বাস্থ্য রক্ষার এই মহৎ উদ্দেশ্যকে ব্যাহত করতে নানা অপচেষ্টা চালাচ্ছে। কোম্পানিগুলো তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে বেপরোয়াভাবে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা চালিয়ে যাচ্ছে। কোম্পানিগুলোর এই বেপরোয়া প্রচার-প্রচারণা প্রতিহত করার প্রতি গুরুত্বারোপ করে সুনির্দিষ্ট তথ্য গণমাধ্যমের সামনে উপস্থাপনের উদ্দেশ্যে এন.জেড, একতা মহিলা সমিতি ও বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা সংগঠনের যৌথ আয়োজনে “দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন : তামাক কোম্পানি বেপরোয়া” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে জনস্বাস্থ্যকে প্রধান্য দিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ ও তা বাস্তবায়নের মাধ্যমে আইন লঙ্ঘনকারী তামাক কোম্পানিগুলোকে কঠোরভাবে প্রতিহতসহ শাস্তির আওতায় নিয়ে আসার দাবীতে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার(নিয়ন্তণ)আইন ২০০৫ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনার অনুরোধে সিভিল সার্জনের মাধ্যমে জেলা প্রশাসন বরাবর স্বারকলিপি প্রেরন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *