দুপচাঁচিয়ায় তৃণমূলবাণী পরিবারের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ।
মোঃআব্দুস ছালাম মীর নিজস্ব প্রতিবেদক ঃবগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের মোস্তফাপুর বাজারে এস এম এফ পাঠাগারের আয়োজনে অদ্য ১৯ এপ্রিল বিকাল ৩ ঘটিকায় তৃণমূলবাণী পরিবারের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দুপচাঁচিয়ার চামরুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আধুনিক ক্লিনিক এন্ড ডায়গনিক সেন্টার এর পরিচালক মোঃ আজমল হোসেনে।তৃণমূল বাণী অনলাইন নিউজ পোর্টাল এর সম্পাদক ও সিনিয়র রিপোর্টার মোঃআব্দুস ছালাম মীর, তৃণমূল বাণীর বার্তা সম্পাদক মোঃআরিফুল হাসান,তৃণমূল বাণীর সাংবাদিক মোঃ আবুল কালাম সরদার,এস এম এফ পাঠাগারের পরিচালক( দপ্তর) মোছাঃ ডালিম বেগুম,এস এম এফ পাঠাগারের পরিচালক মোঃআব্দুর রহমান।
তৃণমূলবাণী পরিবারের পক্ষ হতে এলাকার সুবিধা বঞ্চিত ৬০ টি পরিবারের মাঝে ঈদ উল ফেতর উপলক্ষে সেমাই,চিনি ও সাবান বিতরন করা হয়েছে। এ কার্যক্রম ঈদের দিনের আগ পর্যন্ত চলমান থাকবে।