দানোত্তম শুভ কঠিন চীবর দান-২৩ উদযাপনের জন্য ১০০ ডলার দান করলেন নিউইয়র্ক নিবাসী ধার্মিক উপাসিকা শ্রীমতী দেবী বড়ুয়া

দানোত্তম শুভ কঠিন চীবর দান-২৩ উদযাপনের জন্য ১০০ ডলার দান করলেন নিউইয়র্ক নিবাসী ধার্মিক উপাসিকা শ্রীমতী দেবী বড়ুয়া ।

আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের অন্যতম সৌন্দর্যের রুপসী মন্ডিত, বান্দরবান পাবত্য জেলার অর্ন্তগত ০৪ নং সুয়ালক ইউনিয়ন, প্রান্তিকলেক পর্যটন সংলগ্নে প্রতিষ্ঠিত প্রান্তিকলেক শাক্যমিত্র অরণ্য বৌদ্ধ বিহার, শান্তমিত্র বৌদ্ধ ম্রো অনাথআশ্রম ও বির্দশন ভাবনা কেন্দ্র l অত্র বিহারে প্রতি বছর প্রতিটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান মহাসাড়ম্ভরে উদযাপন করে থাকে l সেই ধারাবাহিকতায় এই বছরও আগামী ১১ ই নভেম্বর রোজ শনিবার, ৫তম দানোত্তম শুভ কঠিন চীবর দান-২০২৩ ইং উদযাপন করা হবে l

ত্রিপিটকে উল্লেখ আছে- সুমেরু পর্বত প্রমান মহামূল্যবান ধাতু অথবা চুরাশি হাজার চৈত্য নির্মাণ করলেও একখানা কঠিন চীবর দানের ষোলভাগের একভাগও পুণ্যলাভ হয় না l

উক্ত দানোত্তম শুভ কঠিন চীবর দান-২০২৩ অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্য মন্ডিত করার জন্য $১১০ (একশত দশ ) ডলার বাংলাদেশী মুদ্রায় ১২০০০ টাকা ( বার হাজার টাকা) দান দিয়ে এগিয়ে এলেন নিউইয়র্ক নিবাসী বিশিষ্ট ধার্মিক উপাসিকা শ্রীমতি দেবী রাণী বড়ুয়া।

আমরা দাতার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও নীরোগ দীর্ঘায়ু জীবন কামনায় পুণ্যদান করছি l

সকল পুণ্যার্থীগণকে দান দিয়ে এগিয়ে আসার জন্য মৈত্রীপূর্ণ আহ্বান করা যাচ্ছে l

শ্রদ্ধাদান পাঠানোর ঠিকানা
ভদন্ত শান্তমিত্র ভিক্ষু, প্রতিষ্টাতা পরিচালক, প্রান্তিকলেক শান্তমিত্র বৌদ্ধ ম্রো অনাথআশ্রম ও বির্দশন ভাবনা কেন্দ্র।
মোবাইলঃ 01690044270 বিকাশ পার্সোনাল
01868668431 বিকাশ পার্সোনাল নাম্বার
শ্রদ্ধাদান পাঠানোর পর অবশ্যই বিহারের ভান্তেকে কল অথবা মেসেজ দিয়ে নিশ্চিত করবেন।
জগতের সকল প্রাণী সুখি হউক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *