টাঙ্গাইলের ধনবাড়িতে বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ আহত ৫ জন

টাঙ্গাইলের ধনবাড়িতে বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ আহত ৫ জন।
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার সিমান্তবর্তী ধনবাড়ি উপজেলার ভাইঘাট বাঘিল নামক স্থানে বাসের সাথে অটোরিকশার সংঘর্ষে দুই স্কুল ছাত্রী সহ ৪জন নিহত এবং ৫ জন আহত হয়েছে।
রবিবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে মধুপুর ধনবাড়ির সিমান্তবর্তী এলাকা বাঘিল নামক স্থানে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ ছাত্রী সহ ২জন অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধুপুর দিক থেকে আসা অটোরিকশার সাথে ধনবাড়ি দিক থেকে আসা বাসটি বাঘিল নামক স্থানে এসে পৌঁছালে পরপর দুইটি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়।
এই সংঘর্ষে দুই অটোরিকশা চালক ঘটনা স্থলেই মৃত্যু বরণ করেন এবং ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের ৪ ছাত্রী মারাত্মক ভাবে আহত হয়।
আহতদের চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক ৭ম শ্রেণির ছাত্রী রৌশনী (১৪)কে মৃত ঘোষণা করেন এবং অপর ৩ জনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে ৬ষ্ঠ শ্রেণির জুথী নামের আরেক জন স্কুল ছাত্রীর মৃতু হয়। তারা একই বাড়ির ৪জন শিক্ষার্থী অটোরিকশা যোগে ভাইঘাট স্কুলে পরিক্ষা দেওয়ার জন্য যাচ্ছি। বেপরোয়া বাস চায়লকের জন্য এই মার্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *