টংকাবতী খালে পানির ঢলে ভেঙ্গে গেছে আব্দুল ওয়াহেদের বাড়ী
(লোহাগাড়া) চট্টগ্রাম।
টানা অতিবৃষ্টির ফলে পাহাড় থেকে নেমে আসা পানির জোয়ারে টংকাবতী খালের পাড়ে গড়ে উঠা মৌলানা আবদুল ওয়াহেদের বাড়িটি ভেঙে লন্ডভন্ড হয়ে যায়।
২১ ই আগস্ট-২৪ রাত ৩ টার সময় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বলির পাড়া রাজঘাটা ব্রীজ সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
বাড়ির মালিক মৌলানা আব্দুল ওয়াহেদ পিতা মৌলানা হেফাজাতুর রহমান জানান এই বাড়িটি ভেঙে য়াওয়ার কারনে আমার ৮ সদস্যের পরিবার বেকায়দা পড়ে গেছি এতে প্রায় আমার ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আমি উপজেলা প্রশাসনের প্রতি আবেদন জানাই দ্রুত খালের পাড় ভাংগন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করুন।
স্থানীয় সমাজ সেবক আরিফ উল্লাহ তার বাড়ি পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দেন।