জাতীয় হিন্দু মহাজোটের লোহাগাড়া উপজেলার আহবায়ক কমিটি গঠন

জাতীয় হিন্দু মহাজোটের লোহাগাড়া
উপজেলার আহবায়ক কমিটি গঠন।

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির আওতাধীন চট্টগ্রাম দক্ষিণ জেলার অধিন লোহাগাড়া উপজেলা য় শ্রী হরিশংকর গুপ্ত কে আহবায়ক ও ডাঃ সুজন কান্তি নাথ কে সদস্য সচিব করে
৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করা হয়।গত ১৯ মে এতে স্বাক্ষরিত করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আহবায়ক শ্রী রিপন দাশগুপ্ত ও সদস্য সচিব শ্রী উজ্জ্বল রুদ্র।

এই কমিটির অনন্যরা হলেন-যুগ্ম-আহবায়ক শ্রী রাজু ধর রাজ,ডাঃরাজীব রুদ্র, শ্রী রনি দাশ,শ্রী নারায়ন দাশ,শ্রী লিটন কান্তি নাথ ডাঃউজ্জ্বল কান্তি দাশগুপ্ত, মাষ্টার পার্থ সারথী চৌধুরী, মাষ্টার শিমুল কান্তি নাথ।এছাড়া আহবায়ক কমিটির অনন্য সদস্যরা হল-শ্রী বাদল কান্তি নাথ,শ্রী সমীর ধর,শ্রী মাধব রুদ্র প্রমুখ।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট লোহাগাড়া উপজেলা শাখার আহবায়ক
কমিটি গঠিত হওয়ায়। ভানু ধর ও রনি দাশ এর সঞ্চালনায় গত শনিবার বিকেল ৫ টায়
উপজেলার পদুয়া ইউনিয়নে জগন্নাথ মন্দিরস্হ সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নির্বাহী সভাপতি হরিনারায়ণ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক কৃষ্ণপদ আচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ, দয়াল সামন্ত,সহ- প্রচার সম্পাদক মিন্টু দে, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লায়ন সুমন চক্রর্বতী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আহবায়ক কমিটি যুগ্ম আহবায়কসমীর দাশ গুপ্ত, সদস্য সচিব উজ্জ্বল রুদ্র, যুগ্ম সদস্য সচিব
লিটন দাশ প্রমুখ।

আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিরা এই কমিটি তাদের আওতাধীন সকল ইউনিয়ন পর্যায়ে সদস্যদের সংগঠিত করে একটি পু্ণাঙ্গ কমিটি গঠন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং চট্টগ্রাম বিভাগীয় কমিটির সকল কার্যক্রমকে গতিশীল রাখতে সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *