জয়পুরহাটে হত্যা মামলায় একজনের ফাঁসি
নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর হুমায়ুন নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। রবিবার(১১ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় প্রদান করেন।
ফাঁশির রায় প্রাপ্ত, হুমায়ুন জেলার পাঁচবিবি উপজেলার নাওডোবা এলাকার আবুল হোসেনের ছেলে।
অন্যদিকে একই মামলায় ৬ জনকে খালাস দিয়েছেন বিজ্ঞ আদালতের বিচারক।
মামলার বিবরণে জানা গেছে, মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার নাওডোবা রাইগ্রাম গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্দুর রাজ্জাকের সাথে একই গ্রামের নছির উদ্দিনের মেয়ে নাছিমার সঙ্গে সেই সময় প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তাদের সম্পর্কের বিষয়টি মেয়েটির পরিবার মেনে নিতে পারেননি।
এরই জের ধরে ২০০০ সালের ১৪ জুন রাতে শালিশের নামে রাজ্জাককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। সেখানে রাতে তাকে মারপিটের পর বিষাক্ত ওষুধ মিশিয়ে পানি পান করানো হয়। এসময় সে ছটফট করতে থাকলে থাকে তার নিজ বাড়িতে দিয়ে যায় আসামিরা। এরপর পরিবারের লোকজন তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরের দিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজ্জাক মারা যান।
এঘটনায় ওই বছরের ২৮ জুন পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মা।
রাষ্ট্রপক্ষের আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড.নৃপেন্দ্রনাথ মন্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।