ঘাতকেরা সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করলেও হত্যা করতে পারেনি তাঁর আদর্শ-অবদানকে: ড.নদভী এমপি
জমির উদ্দীন,লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু ও স্বাধীনতা সংগ্রামের মহান স্থপতি শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশ ও জাতির এক অম্লান স্মৃতি। ১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালো রাতে কুখ্যাত নরপশু ঘাতকচক্র সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করলে ও হত্যা করতে পারেনি বঙ্গবন্ধুর আদর্শ ও অবদানকে। ওই আদর্শ ও অবদানে উজ্জীবিত হয়ে তাঁর সুযোগ্য কন্যা এবং বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিতার আত্মত্যাগে অর্জিত স্বাধীন-সার্বভৌম বাংলা দেশকে বিশ্বের মাঝে প্রশংসীত ও নন্দিত করেছেন। তিনিও শেখ হাসিনার উন্নয়নমুখী রাজনীতির অগ্রযাত্রায় তাঁর আসন চট্টগ্রাম-১৫ কে সাজিয়েছিলেন। কিন্তু সর্বনাশা বন্যায় তাঁর সাজানো বাগান লন্ডভন্ড করে দিয়েছে। ২৬ আগস্ট উপজেলা সদর বটতলী মোটর ষ্টেশনস্থ সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনসমূহের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত উপজেলার সর্ববৃহত্তম বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদৎ বার্ষিকীর আলোচনা সভায় স্থানীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী। প্রধান বক্ত ছিলেন মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্যা মিসেস রিজিয়া রেজা চৌধূরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। আওয়ামীলীগ নেতা মিয়া মোহাম্মদ শাহজাহান, এস.এম জব্বার ও মিজানুর রহমান মিজানের যৌথ সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা নুরুল আবছার চৌধুরী, এইচ.এম গণি সম্রাট, শ্রী নিবাস দাশ সাগর, পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জহির উদ্দীন, পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দীর, মহিলা আওয়ামীলীগ নেত্রী জেসমিন আক্তার, জাতীয় শ্রমিকলীগ নেতা নুরুল হক নুনু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান চৌধুরী।
প্রধান অতিথি আরো বলেন, প্রধানমন্ত্রী তথা জননেত্রী শেখ হাসিনা নিজের সুখ-শান্তি বিজর্সন দিয়ে স্বজনহারা শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধশালী করে বিশ্বের কাছে প্রশংসীত করেছেন। এমনকি জনকল্যাণে তাঁর নিরলস পরিশ্রম অব্যাহত রয়েছেন।
প্রধানমন্ত্রীর কর্মপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তিনি লোহাগাড়া-সাতকানিয়ার উন্নয়নে কঠোর পরিশ্রম করে আসছেন। বন্যা দূর্গত এলাকার মানুষের সাহায্যে তিনি নিজেই অক্লান্ত পরিশ্রম করেছেন। দূর্গত এলাকার মানুষের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর সহযোগিতায় তিনি তাঁর কাজ অব্যাহত রাখবেন। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুণরায় আওয়ামীলীগকে বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এতে একান্ত প্রয়োজন এলাকার সর্বস্তরের মানুষকে নৌকা প্রতীক প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আশাবাদী, পুণরায় নৌকা প্রতীকের প্রার্থী হয়ে উক্ত আসনে বিজয়ী হবেন।
প্রধান বক্তা মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ঘাতক চক্র স্বাধীনতা বিরোধী শক্তির সহিত আতাঁত করে দেশকে অকার্যকর করার অপচেষ্টা চালিয়েছিল। পরবর্তীতে দেশ চলছিল দুঃশাসনের মাধ্যমে। জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসে হাল ধরেন। তাঁর দক্ষতায় ও বিচক্ষণতায় ২১ বছর পর আওয়ামীলীগ ক্ষমতায় আসে। স্বাধীনতা বিরোধীদের সব ধরণের ষড়যন্ত্র বানচাল করে একজন সফল প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশকে বিশ্বদরবারে প্রশংসীত করেছেন। আওয়ামী রাজনীতির উন্নয়নের অগ্রযাত্রায় জাতির পিতার স্বপ্ন সোনার বাংলায় সোনার মানুষ সৃষ্টি করতে সুথ-শান্তি বিসর্জন দিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন উক্ত আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে পুণরায় ক্ষমতায় আনার জন্য নৌকা প্রতীকে ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করার জন্য সকল শ্রেণীর মানুষকে ঐক্যবন্ধ থাকার অনুরোধ জানান।
বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল বলেন,জামাত-শিবির বিগত সময়ে এই আসনে নির্বাচিত হয়ে উন্নয়নের ১২টা বাজায়ছে,কিন্তু সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী ১০০ বছর এগিয়ে নিয়েছে উন্নয়নের মাধ্যমে।আগে জামাত শিবির সাঈদী সাহবের দোহায় দিত,এখন কার দোহায় দিবে।তাছাড়া একটা রেওয়াজ আছে লোহাগাড়া-সাতকানিয়া নাকি জামাত-শিবিরের ঘাঁটি।আমি বলতে চাই লোহাগাড়া-সাতকানিয়া প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর ঘাঁটি।
তাই জননেত্রী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমুখী রাজনীতির অগ্রযাত্রা আরো বেগবান করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে পুণরায় বিজয়ী করার আহবান জানান। একই সাথে স্থানীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীকে ও পুণরায় নির্বাচিত করে উক্ত আসনের উন্নয়নের অত্রযাত্রা আরো গতিশীল করতে সুযোগ দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
উল্লেখ্য, অনুষ্টানের কর্মসূচীতে ছিল খতমে কোরআন, শোক র্যালী, দোয়া মাহফিল, মুনাজাত ও মেজবান।