গারাঙ্গীয়া উচ্চ বিদ্যালয়ে নতুন সভাপতির নেতৃত্বে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
চট্টগ্রাম জেলা সাতকানিয়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গারাঙ্গিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
১৩ নভেম্বর সোমবার সকালে বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের নব নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরীর সভাপতিত্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম উদ্দিন।
অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব নেজাম উদ্দিন।
গারাঙ্গিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য জাফর আহমদ,কায়ছার উদ্দিন, নুরুল আবছার,, নেপাল কান্তি বড়ুয়া, শিক্ষক প্রতিনিধি মোঃ ইলিয়াছ, পবিত্রা বড়ুয়াসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকাবৃন্দ ও শিক্ষার্থীরা।
অভিভাবক সমাবেশে বক্তারা বলেন- আপনার সন্তানেরা ভালভাবে পড়ালেখা করছে কিনা সেদিকে নজর দিতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের যথাযথ ভাবে দায়িত্ব পালন করতে হবে। আপনার সন্তনেরা ভাল ফলাফল করলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখবে এবং সমাজের জন্য অনেক উপকারে আসবে। শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানও বৃদ্ধি পাবে। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাখাতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন শহরমুখী সিলেবাস অনুযায়ী গ্রামেও একই সিলেবাসে অন্তর্ভুক্ত করতে।আওয়ামী লীগ সরকারের আমলে দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক বহুতল ভবন নির্মাণ করা হয়েছে।