গাঁজা, চোলাই মদ উৎপাদনের উপকরণ, দেশীয় অস্ত্র, নগদ অর্থ সহ ১ জন গ্রেফতার

 

০২ কজি ৭০০ গ্রাম গাঁজা, গাঁজা বিক্রয়ের নগদ ৫৫,৪০০/- টাকা, চোলাই মদ তৈরির উপাদান এবং দেশিয় অস্ত্রসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার।

এস এম রমজান আলী, স্টাফ রিপোর্টার

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/ সৈয়দ আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২ এপিবিএন এর অপাঃ এন্ড ইন্টিঃ শাখার সিসি নং-২৭/২৩, জিডি নং-১৩৫/২৩ তারিখ-৩০/০৪/২০১৩ খ্রিঃ মূলে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন বনকোয়া বাজারে ২০.৩০ ঘটিকার সময় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ভালুকা থানার বরাইদ গ্রামে কতিপয় ব্যাক্তি মাদকদ্রব্য বিক্রয়ের জন্য দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য সঙ্গীয় অফিসার ও ফো সসহ বরাইদ গ্রামের এমরান হোসেনের মুরগীর ফার্মের পূর্বপাশে মক্কাভিটা নামক স্থানে ধৃত আসামীর তৈরিকৃত বাশের তৈরি মাচা ঘরে উপস্থিত হয়ে মাদক বিরোধি অভিযান পরিচালনা করে রাত্রী ২১.৫০ ঘটিকায় আসামী মোঃ হাবিবুর রহমান @ হাবি কানা (৩২), পিতা-মোঃ আবুল কাশেম, মাতা-মোছাঃ কুলি বেগম, সাং-বরাইদ, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে (১) ০২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, (২) গাজা বিক্রয়ের নগদ টাকা সর্বমোট ৫৫,৪০০/- টাকা যথাক্রমে ১০০x১৩= ১৩,০০০/-, ৫০০x৫= ২৮,০০০/-, ২০০x৭২= ১৪,৪০০/-, (৩) চোলাই মদ তৈরীর লিকুইড উপাদান যা ড্রামসহ ওজন ২৮ লিটার, যার মূল্য অনুমান ২৮ x800= ১১,২০০/- এবং (৪) ০১ টি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত লোহার রামদা যার বাট সহ লম্বা ৩৬.৫ ইঞ্চি, শুধু বাট লম্বা গোলাকার ০৮ ইঞ্চি লোহার ধারালো অংশ ২৮.৫ ইঞ্চি অগ্রভাগ বাকানো এবং একপাশ ধারালো, (৫) ০১ টি কাঠের বাটযুক্ত হালকা বাকানো ও এক পাশে ধারালো ছোরা যার বাট ছাড়া লম্বা ১১ ইঞ্চি, কাঠের গোলাকার বাটসহ সর্বমোট ২৬ ইঞ্চি লম্বা, (৬) ০১ টি কাঠের বাটযুক্ত ছোড়া যা বাটসহ লম্বা ১৩ ইঞ্চি কাঠের গোলাকার বাট ৫ ইঞ্চি লোহার একপাশ ধারালো এবং অগ্রভাগ সূচালো, (৭) ০১ টি লোহার তৈরি চাপাতি যা এক পাশ ধারালো এবং সর্বমোট লম্বা ১২.৫ ইঞ্চিসহ গ্রেফতার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে ভালুকা থানায় অস্ত্র আইন এবং মাদকদব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক ভাবে নিয়মিত মামলা রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *