একতা প্রেসক্লাব বেনাপোল এর উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে
মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি
একতা প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক বনভোজন, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোজ শনিবার ১১ই মার্চ সকাল থেকে দিনব্যাপী শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেন্দের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বনভোজনে অংশগ্রহণ করেন শার্শা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিক ও উপজেলা প্রশাসনের ব্যক্তিরা।
একতা প্রেসক্লাবের সভাপতি অহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইবুর রহমান সুমন ও সিনিয়র সাংবাদিক শাহিদুল ইসলাম শাহীন এর অভ্যর্থনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ , কামাল হোসেন ভূঁইয়া,বেনাপোল পোর্ট থানার এসআই অমিত কুমার দাস, আহসান হাবিব অফিসার্স ইনচার্জ (ওসি) বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন,তিন (৩) নং বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান,
১০ নং শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দীন আহম্মদ (তোতা),মোঃ মোস্তাক হোসেন স্বপন উপদেষ্টা একতা প্রেসক্লাব বেনাপোল,মোঃ আজিম উদ্দিন গাজী
উপদেষ্টা একতা প্রেসক্লাব বেনাপোল,মোঃ ফারুক হোসেন উজ্জল উপদেষ্টা একতা প্রেসক্লাব বেনাপোল,মোঃ মাসুদ আক্তার বাবু খান উপদেষ্টা একতা প্রেসক্লাব বেনাপোল,এম এম আসাদুজ্জামান আসাদ উপদেষ্টা একতা প্রেসক্লাব বেনাপোল। এবং আরো উপস্থিত ছিলেন একতা প্রেসক্লাব বেনাপোল এর সকল সদস্যবৃন্দ।
দিনব্যাপী অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে মনোরঞ্জন সাংস্কৃতিক পরিবেশনা ও ক্রীড়া প্রতিযোগিতা।