উপজেলা চেয়ারম্যান পদে মানুষের ভালবাসায় সিক্ত হতে চাই : খোরশেদ আলম চৌধুরী

উপজেলা চেয়ারম্যান পদে মানুষের ভালবাসায় সিক্ত হতে চাই : খোরশেদ আলম চৌধুরী

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা পরিষদ নির্বাচনের ডামাডোল বাজতে শুরু করেছে। ক্যালেন্ডার, ফেস্টুন ও পোস্টারের মাধ্যমে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরাও বিভিন্নভাবে জানান দিচ্ছেন প্রার্থিতা।

আগামী ৪ মে থেকে চার ধাপে দেশের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা-পর্যালোচনা। তবে এবার আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকছে না উপজেলা পরিষদ নির্বাচনে। কেন্দ্র থেকে এ ঘোষণা দেয়ার পর অনেকে নড়ে চরে বসেছেন। ইতোমধ্যেই চেয়ারম্যান পদে সম্ভাব্য অনেক প্রার্থীর নাম মুখেমুখে শোনা যাচ্ছে। তার মধ্যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে লোহাগাড়া উপজেলা বাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন জনপ্রিয় মুখ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী।

 

খোরশেদ আলম চৌধুরী ঐতিহ্যবাহী লোহাগাড়া জমিদার পাড়ার আলহাজ্ব বেলায়েত হোসেন চৌধুরীর পুত্র। দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান তিনি। স্বাধীনতার পর থেকেই লোহাগাড়া সাতকানিয়ার রাজনৈতিক অঙ্গন এ পরিবারের দখলে। এ পরিবার থেকে এমপি, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান ছিল। যুগ যুগ ধরে এ পরিবার লোহাগাড়া রাজনৈতিক অঙ্গনে ভূমিকা রাখছে। উপজেলা পরিষদ ও লোহাগাড়া থানার ভূমি এ পরিবার দান করেছে। এ পরিবারের জমির উপর উপজেলা ও থানার ভবন প্রতিষ্টিত হয়েছে।

খোরশেদ আলম চৌধুরী ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি বার আউলিয়া কলেজ ছাত্র লীগের সভাপতি ছিলেন। পরবর্তীতে লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। কাউন্সিলরদের ভোটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি । বর্তমান সময়ে তার নেতৃত্বে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সু-সংগঠিত।

তিনি বিরোধী দলের দ্বারা একাধিক বার নির্যাতিত হয়। দলের জন্য নিবেদিত একজন রাজপথের লড়াকু সৈনিক তিনি।

ইতিমধ্যে তিনি নিজের প্রার্থিতা জানান দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সকলের সাথে কুশল বিনিময় ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

উপজেলা চেয়ারম্যান পদে প্রত্যাশী ও দোয়া সমর্থন চাওয়া খোরশেদ আলম চৌধুরী জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন কর্মকান্ড সারাদেশ ব্যাপী শুরু করেছেন তা বিশ্বে এখন মডেল হিসেবে পরিচিতি পাচ্ছে । সেই অগ্রযাত্রায় আমিও অংশীদার হতে চাই। আমি উপজেলা চেয়ারম্যান পদে মানুষের ভালবাসায় সিক্ত হতে চাই। একটি আধুনিক স্মার্ট উপজেলা গড়ার জন্য যা যা করা দরকার আমি জনগনকে সঙ্গে নিয়ে করতে চাই এজন্য উপজেলার সকল শ্রেণীর মানুষের আন্তরিকতা ও দোয়া কামনা করেন তিনি.।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *