আমিলাইষ যাইদ বিন সাবিত (রা.) দাখিল মাদরাসার শিক্ষা প্রদর্শন অনুষ্ঠান’২৪ সফলভাবে সম্পন্ন হয়েছে

আমিলাইষ যাইদ বিন সাবিত (রা.) দাখিল মাদরাসার
শিক্ষা প্রদর্শন অনুষ্ঠান’২৪ সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ ৯ নভেম্বর ২০২৪ শনিবার সকাল ৯ ঘটিকা থেকে মাদরাসা সংলগ্ন মাঠে আমিলাইষ যাইদ বিন সাবিত (রা.) দাখিল মাদরাসার নূরানী, ইবতেদায়ী ও দাখিল বিভাগের শিক্ষা প্রদর্শনী-২৪ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত শিক্ষা প্রদর্শন অনুষ্ঠানে নূরানী শিশু শ্রেণি থেকে ৫ জন এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি থেকে ১৫ জন করে মোট ৪৫ জন শিক্ষার্থী আরবী, বাংলা ও ইংরেজি লেখা স্ব-স্বশ্লেটে স্বহস্তে লিখনপূর্বক উপস্থিত মহলে প্রদর্শন করে।

আজকের শিক্ষা প্রদর্শন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ (পাঠদানের নিয়মাবলী প্রাকটিকালি প্রদর্শন) নূরানী ২য় শ্রেণির ছাত্র আব্দুল্লাহ মুহাম্মদ আদনান তাঁর সম্মানিত শিক্ষকমণ্ডলীর পাঠদানের ন্যায় মঞ্চে উপবিষ্ট ছাত্র-ছাত্রীদের পাঠদান করিয়ে উপস্থিত মহল ও সর্বক্ষেত্রে সাড়া ফেলে দেয়।

উক্ত অনুষ্ঠানে নূরানী ৩য় শ্রেণির তাশফিয়াতুল জান্নাত কর্তৃক ২ রাকাআত নামাযের ৬০ টি মাসআলা পরিবেশন করতঃ আফিজুর রহমান কায়েশ দ্বারা জুমার ২ খুৎবা উপস্থাপন’সহ ইমামতির মধ্য দিয়ে ২ রাকাআত নামায প্রাকটিকালি প্রদর্শন করিয়ে সর্বসাধারণের আকর্ষণ কেড়ে নেই।

এতে ৩য় শ্রেণির আফরিদা ইসলাম দ্বারা মৃত ব্যক্তির গোসল, কাফন পরিধান ও জানাযার নামাযের মাসআলা পরিবেশন এবং ৩য় শ্রেণির মেধাবী ছাত্র মচরুর বিন তারেক-এর মাধ্যমে জানাযার নামায প্রাকটিকালি প্রদর্শন করিয়ে সবাইকে ঈর্ষান্বিত করে তুলে।

শিক্ষা প্রদর্শন অনুষ্ঠানের বিশেষ পর্ব ইবতেদায়ী ৪র্থ শ্রেণি থেকে দাখিল দশম শ্রেণির শিক্ষার্থীগণ বিভিন্ন সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক আরবী, বাংলা ও ইংরেজি ভাষায় বক্তব্য, আবৃত্তি পরিবেশন করে সকলের সুদৃষ্টি অর্জন করে।

আজকের মনোজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ-এর অর্থনীতি বিভাগ-এর স্বনামধন্য অধ্যাপক জনাব মুহাম্মদ ইব্রাহীম। বিশেষে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমিলাইষ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যাবসায়ী জনাব মোহাম্মদ আব্দুল হক। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন আমিলাইষ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সিনিয়র সহ-সভাপতি, দুবাই প্রবাসী জনাব মোহাম্মদ আব্দুল মজিদ।

মাদরাসার সম্মানিত সুপার মাওলানা শিহাব উদ্দিন সাহেব-এর সভাপতিত্বে ও সহ-সুপার মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মাওলানা আবু মুহাম্মদ মুঈন উদ্দীন, জনাব মুহাম্মদ বদিউল আলম, জনাব মোস্তাক আহমাদ, জনাব মোহাম্মদ সরওয়ার, সম্মানিত শিক্ষকমণ্ডলী, যেবিএস প্রাক্তন শিক্ষার্থী পরিষদ-এর সম্মানিত সহ-সভাপতি জনাব ইদ্রিস শাকিল, অভিভাবক-অভিভাবিকামণ্ডলীবর্গ’সহ প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ।

পরিশেষে ঈর্ষান্বিত আয়োজনটির সার্বিক সফলতায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন এবং সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ, অভিভাবকমণ্ডলী-সহ প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশপূর্বক সম্মানিত সুপার মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দিন সাহেবের মোনাজাত পরিবেশননের মধ্য দিয়ে শিক্ষা প্রদর্শন অনুষ্ঠান-২৪ এর আনুষ্ঠানিক কার্যক্রমের পরিসমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *