আনোয়ারার ডাকাত মুহাম্মদ আলী গ্রেপ্তার
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইনের ডাকাত মুহাম্মদ আলী (৫৫) কে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ।
বুধবার (০৭ জুন) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বারখাইন ইউনিয়নের উত্তর হাজীগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, মুহাম্মদ আলী হাজীগাঁও এলাকার মৃত জালাল আহমদের পুত্র। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, মাদকসহ নানান অপরাধের ১০টির অধিক মামলা রয়েছে। এলাকায় সে ডাকাত মুহাম্মদ আলী নামে পরিচিত।
এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মুহাম্মদ হাছান বলেন, আজ গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার আসামি মুহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্য মতে অস্ত্র এবং রামদা উদ্ধার করা হয়েছে। এবং তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।