আনোয়ারায় স্বাস্থ্য সেবা কার্যক্রমে শ্রেষ্ঠ বৈরাগ ইউনিয়ন

আনোয়ারায় স্বাস্থ্য সেবা কার্যক্রমে শ্রেষ্ঠ বৈরাগ ইউনিয়ন

আনোয়ারা(চট্রগ্রাম) প্রতিনিধি

আনোয়ারা উপজেলায় পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে বৈরাগ ইউনিয়ন পরিষদ ।

মঙ্গলবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কক্ষে বৈরাগ ইউনিয়নে চেয়ারম্যান নোয়াব আলীকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইশতিয়াক ইমন,বিশেষ অতিথি হিসেবে ছিলেন ১নং বৈরাগ ইউনিয়নে চেয়ারম্যান নোয়াব আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রশিদ, মেডিকেল অফিসার শাহিদা আকতার, পরিষদের সচিব মো. নজরুল ইসলাম প্রমূখ।

প্রশংসাপত্রে জানানো হয়, ২০২২-২০২৩ বছরে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখার জন্য বৈরাগ ইউনিয়ন পরিষদ উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে। পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নে এই ইউনিয়ন পরিষদের কর্মতৎপরতা প্রশংসাযোগ্য। আমরা বিশ্বাস করি, এ কর্মোদ্যোগ অন্যান্য ইউনিয়ন পরিষদকেও অনুপ্রাণিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *