আনোয়ারায় স্বপ্নময় মানব কল্যাণমুখী সংগঠন’র বর্ষপূর্তি উদযাপন

আনোয়ারায় স্বপ্নময় মানব কল্যাণমুখী সংগঠন’র বর্ষপূর্তি উদযাপন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সামাজিক সংগঠন “স্বপ্নময় মানব কল্যাণমুখী সংগঠন’র ৩য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

এই উপলক্ষে শনিবার (২১ অক্টোবর) দিনব্যাপী সদরস্থ আব্দুল জলিল মিলনায়তনে বর্ষপূর্তি অনুষ্ঠান ও স্বেচ্ছাসেবী মিলনমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মোঃ হাবিবুল্লাহ’র সভাপতিত্বে এবং মোঃ ইমতিয়াজ উদ্দীন ও মোঃ রবিউল ইসলাম আদরের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে, ডালিম বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে, কবি বিশ্বজিৎ বড়ুয়া, আসক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ রফিক উদ্দীন, উপদেষ্ঠা মোঃ মিজানুল ইসলাম চৌধুরী রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মোঃ হাবিবুল্লাহকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মোঃ জাহেদুল ইসলামকে সভাপতি, মোঃ ইমতিয়াজ উদ্দীনকে সাধারণ এবং মোঃ সিহাব চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ১বছরের জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য যে, বর্ষপূর্তি অনুষ্ঠানে সমাজিক কাজে বিশেষ অবদান রাখার জন্য চট্টগ্রামের ৪১টি সামাজিক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *