আনোয়ারায় সিইউএফএল সড়কের ফুটপাত অবৈধ ক্রোকারিজ আইটেম দখলে
মো আরাফাত আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধি
আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারের আশে-পাশে সিইউএফএল সড়কের অর্ধেকই ফুটপাত ও রাস্তার বেশিরভাগ জায়গাজুড়ে বসছে অবৈধ বাজার ও দোকান। ফুটপাত ফাঁকা না থাকায় প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন কর্মব্যস্ত মানুষ, শিক্ষার্থী, নারী ও শিশুরা। চাতরী চৌমুহনী বাজার নিয়ে উপজেলা প্রশাসন দীর্ঘদিন ধরে যানজটসহ অবৈধ দখলদারদের কাছ থেকে রক্ষা করতে বিভিন্ন সময় ভ্রাম্যমান অভিযানও চালায়। তাতেও রক্ষা হচ্ছে না সড়কের দু’পাশ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চাতরী চৌমুহনী বাজারের মোড়ে পিএবি ও সিইউএফএল সড়কের বেশ কিছু রাস্তার দুই পাশে প্রতিদিন সকাল-বিকাল বসছে ভ্রাম্যমান দোকান। সিইউএফএল সড়কের উওর পাশ্বে ক্রোকারিজ আইটেম দেখানের সামনে চেয়ার ডাইনিং টেবিল ইত্যাদি রাখে এতে এসব দোকানের ফলে সড়কে পাশে ফুটপাত দখল হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন কর্মব্যস্ত মানুষ, শিক্ষার্থী, নারী ও শিশুরা।এবং সিইউএফএল সড়কের দক্ষিণ পাশ্বে ভাসমান দোকান, এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী, জরুরি চিকিৎসার রোগী ও কেইপিজেডের শ্রমিকসহ হাজার হাজার মানুষ।
সড়কের আনুমানিক ৪০ ফুট প্রশন্ত দু’পাশ দখল করে প্রতিদিন সকাল-সন্ধ্যা অবৈধভাবে বসে শতাধিক ভাসমান দোকান।
মোহাম্মদ আরফাত বলেন,ভাসমান দোকান, অনিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালাচল এবং প্রয়োজনের তুলনায় সড়কের প্রশন্ততা অনেক কম।তার উপর অর্ধেক হকারদের দখলে আবার রাস্তার দু’পাশে যত্রতত্র গাড়ি পার্কিং ও।বাকী অর্ধৈকে কোনোমতে চলছে যানবাহন । পড়ছে গণমানুষের চরমে দূর্ভোগে।
পথচারী করিম বলেন,চাতরী চৌমুহনী সিইউএফএল ও পিএবি সড়কের দুই পাশের অর্ধেক দখল করে ব্যবসা করছেন মৌসুমি ব্যবসায়ী ও হকাররা।অনেকে আবার চৌকি বসিয়ে সড়ক দখল করে চালিয়ে যাচ্ছে ব্যবসা।আবার ভ্যান বসিয়ে,সড়ক দখল করে তাদের এ সব অবৈধ ব্যবসা চলছে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে হকারদের দোকান। চলে বিকেল থেকে রাত অবধি। রাস্তার দু’পাশে যত্রতত্র গাড়ি পার্কিং ত আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমন বলেন, এটা ইজারাদাররা ব্যবস্থা নিবে। আমরা এবিষয়ে আমরা ইজারাদারদের ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছি। তারা ব্যবস্থা নিবে।