আনোয়ারায় মোহছেন আউলিয়া’র ওরশ সম্পন্ন

আনোয়ারায় মোহছেন আউলিয়া’র ওরশ সম্পন্ন

মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

দলে দলে যাইয়্যুম আই বাবার দুয়ারত, কী আছে চাইয়্যুম আই ভাঙা হুয়ালত- এভাবে নানা রকম ভক্তি আর আধ্যাত্মিক গানে গানে হাজারো ভক্ত মুরিদদের পদচারণায় অনুষ্ঠিত হয়েছে বার আউলিয়ার অন্যতম সম্রাট চট্টগ্রামের আনোয়ারার আধ্যাত্মিক হযরত শাহ্ মোহছেন আউলিয়া (রহ.)-এর ওরশ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাট এলাকায় অবস্থিত হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) এর মাজার প্রাঙ্গণে এই ওরশ অনুষ্ঠিত হয়।

এদিকে বার্ষিক ওরশ উপলক্ষে ভক্তের ঢল নেমেছে। উপজেলার বটতলী গ্রামে এখন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আসা হাজার হাজার আশেকের মিলনমেলা। আজ প্রধান দিবস হলেও কয়েকদিন আগে থেকেই দূরদূরান্তের ভক্তরা যে যার মতো এসে জিয়ারত করে গেছেন। দিনব্যাপী ওরসের কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, মিলাদ, জিকির, জেয়ারত, কাওয়ালি ও ভক্তিমূলক গানের আসর, বিশেষ মোনাজাত, ফাতেহা ও তবারক বিতরণ। দফায় দফায় মিলাদ, মোনাজাত, রোনাজারি আর ফরিয়াদে মুখর হয়ে উঠেছে মাজার কমপ্লেক্স। বটতলী মাজার এলাকা ছাড়াও বরুমচড়া, হাজীগাঁও, আইরমঙ্গল, খুরুশকূল, বরৈয়া, চাপাতলী, ঝিওরীসহ আশপাশের আনোয়ারার বিভিন্ন এলাকায় জাঁকজমকভাবে ওরস উপলক্ষে গরু, মহিষ, ছাগল জবাহ করা ফাতেহা দিয়ে তবরুক বিতরণ করা হয়েছে।মোহছেন আউলিয়ার ওরসে অংশ নিতে আসা লোকজনের সার্বিক নিরাপত্তা দিতে আনোয়ারা থানা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সাথে যানবাহন ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশের সদস্যরা নিয়োজিত রয়েছেন।

ওরশের সার্বিক বিষয় নিয়ে মাজার পরিচালনা কমিটির যুগ্ম মুতায়াল্লী এস এম জহিরুল ইসলাম জানান, দূর দূরান্ত ও স্থানীয় হাজার হাজার ভক্ত অনুরক্তদের নিয়ে সুন্দর ও সুশৃঙ্খল ও উৎসব মুখর পরিবেশে এবারের ওরশ সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে ওরশ সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মুহাম্মদ হাসান বলেন, ওরশ উপলক্ষে আগেরদিন পুলিশ লাইন থেকে অতিরিক্ত ২০জন পুলিশ আনা হয়েছে। এছাড়া থানার পুলিশ সদস্যরাও দায়িত্বে রয়েছে। ট্রাফিক পুলিশের সদস্যরা যানজট পরিস্কার করতে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *