আনোয়ারায় বোয়ালিয়া বারশত উচ্চ বিদ্যালয়ের গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বারশত ইউনিয়ন গুণীজন সংবর্ধনা উদ্যাপন পরিষদের উদ্যোগে বোয়ালিয়া বারশত উচ্চ বিদ্যালয়ের গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোস্তফা কামরুল আখতার।
সংবর্ধিত গুণীজন হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নারায়ন চন্দ্ৰ নাথ, বোয়ালিয়া বারশত উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী, আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফেরদৌস হোসেন।
অনুষ্ঠানে ২নং বারশত ইউনিয়ন গুণীজন সংবর্ধনা উদ্যাপন পরিষদের আহ্বায়ক, স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্’র সভাপতিত্বে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।